সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক সপ্তাহব্যাপী চলবে রাজ্যে অরণ্য সপ্তাহ উদযাপন। বন মহোৎসব পালিত হবে রাজ্যে। তারই প্রস্তুতি চলেছে। আগামী ১৪ জুলাই রাজ্যব্যাপী পালিত হতে চলেছে বন মহোৎসব । রাজ্যের প্রতিটি জেলায় সবুজায়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । এই উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এ বিষয়ে আরও জানা গিয়েছে,কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও উৎযাপন করা হবে অরণ্য সপ্তাহ। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক কর্মসূচিগুলিতে সামিল করা হবে। জেলায় এই সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণের বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হবে বলেও জানা যায় । সরকারিভাবে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গোটা রাজ্যে প্রায় ১ কোটি বৃক্ষরোপণের সংকল্প নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত )

