২১ জুলাই সমাবেশ ঘিরে তৃণমূলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২১ জুলাই সমাবেশ ঘিরে চলছে তৃণমূলের জোর প্রস্তুতি। ভার্চুয়ালি একাধিক রাজ্যের পেজে লাইভ দেখানো হবে সমাবেশের ঝলক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূল। এখন সর্বভারতীয় স্তরে শক্তি প্রর্দশনে নজর তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, তৃণমূলের লক্ষ্য এখন কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। তাই বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, অসম, মেঘালয় ও গোয়ায় আবারও সংগঠন বিস্তারে আসরে তৃণমূল।
২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রচার তুঙ্গে। প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে। উৎসাহী নেতা-কর্মী ও সর্মথকরা। শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে এই সমাবেশ সফল করার ডাক দিয়েছেন। করোনা আবহে ২ বছর সমাবেশ করা সম্ভব হয়নি। এই অবস্থায় ব্যাপক জনসমাগমও প্রত্যাশা করছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে দলীয় সূত্রের খবর, শহিদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য পাণ্ডবেশ্বর থেকে পায়ে হেঁটে ১২ জন তৃণমূল কর্মী এই সমাবেশ উপলক্ষ্যে এসেছেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচারে এই দীর্ঘপথ পরিক্রমা। এই পদযাত্রা দেশবাসীকে নতুন দিশা দেখাবে বলেও জানানো হয়েছে।
দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, রিপোর্ট কার্ড হাতে নিয়েই ২১ জুলাই সমাবেশে অংশ নিলেন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলার বুথ ও স্থানীয় স্তরের নেতৃত্ব ৷ উল্লেখ করা যায়,একুশের বিধানসভা নির্বাচনে কয়েকটি জেলার ফলাফল সন্তোষজনক নয় তৃণমূল কংগ্রেসের। পরবর্তী সময়ে বুথ স্তরে মানুষের কাছে কতটা পৌঁছতে সক্ষম হয়েছেন তৃণমূলের নেতৃত্ব, তারই মূল্যায়ন বলা চলে।
ওই রিপোর্ট এবার সংগ্রহ করতে চাইছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ এ প্রসঙ্গে সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা দেশের প্রতিটি কোণায় আমরা পৌঁছে দেব।” সেই কাজের তৎপরতায় সোশ্যাল মিডিয়া হাতিয়ার করছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের দলীয় সূত্রে আরও জানা যায়,এই মুহূর্তে তৃণমূলের প্রতিটি স্তরে সোশ্যাল মিডিয়া সেলকে নতুন করে সাজাচ্ছে দল । ফেসবুক, ট্যুইটার সহ বিভিন্ন মাধ্যমে ভার্চুয়ালি প্রচারে ২০২৪ সালের দিকে অগ্রসর হতে চাইছে তৃণমূল। (ছবি: সংগৃহীত)

