আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশ থেকে বর্ষার বিদায় পর্ব। আবহাওয়া দফতর সূত্রের খবর,দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস। অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেবে বঙ্গ থেকেও এমনও ইঙ্গিত। এবার অক্টোবরের শুরুতেই দুর্গাপুজোর শুরু। পুজোর সময় বাংলায় বৃষ্টি হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে রাজস্থানের একাংশ থেকে বিদায় পর্ব বর্ষার। আবহাওয়া দফতর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে,পুজোতে বর্ষার পূর্বাভাস বাংলায়। তবে তা বিক্ষিপ্তভাবে হবে বলে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি বলে জানানো হয়।
(ছবি: সংগৃহীত)

