মহানগরীতে কার্নিভাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গোৎসব সমাপ্ত। শারদ উৎসবের ছন্দ রেখে মহানগরীর রেড রোডে আজ কার্নিভাল। কলকাতা উৎসব নগরীতে আজ এক নতুন উৎসব। আগামীকাল লক্ষ্মীপুজো। বাঙালি মেতে উঠবেন লক্ষ্মীর আরাধনায়। লক্ষ্মীপুজোর আয়োজনে বঙ্গের ঘরে-ঘরে জোর প্রস্তুতি।

