আইসিসি র্যাঙ্কিং শীর্ষে সূর্যকুমার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি র্যাঙ্কিং শীর্ষে ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান দখল করলেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপেও ছন্দে রয়েছেন যাদব। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এবার তাঁকে টেক্কা দিলেন সূর্যকুমার। টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিংয়ে এই সাফল্য এল। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৩। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান। তাঁর রেটিং পয়েন্ট ৮৪২। তৃতীয় ডেভন কনওয়ে, চতুর্থ বাবর আজম ও পঞ্চম এডেন মার্করাম। প্রথম দশে রয়েছেন বিরাট কোহলি।

