saraswati protimaBreaking News Education Others 

বীণাপাণির আরাধনা : পঞ্চমী তিথির সূচনা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:২৬ জানুয়ারি সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হয়ে থাকেন বাগদেবী। বীণাপাণির আরাধনায় মেতে উঠবেন সবাই। সরস্বতী পুজো মানেই শীতের শেষে বসন্তের আগমন। পড়ুয়াদের পার্বণ বলা হলেও ছোট – বড় সবাই মেতে ওঠেন দেবী সরস্বতী বন্দনায়। এবার জেনে নেওয়া যাক এ বছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো কখন অনুষ্ঠিত হবে। পঞ্জিকা ও শাস্ত্র মত অনুযায়ী বলা হয়েছে, এ বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। বুধবার দুপুর ১২ টা ৩৪ মিনিটে এই তিথির শুরু। এরপর পঞ্চমী তিথি থাকবে আগামী ২৬ জানুয়ারি সকাল ১০ টা ২৮ মিনিট পর্যন্ত। শাস্ত্র ও পণ্ডিত বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সূর্যোদয়ের সময় পঞ্চমী তিথি থাকার কারণে ওইদিনই পালিত হবে সরস্বতী পুজো।

Related posts

Leave a Comment