বিশ্ব ফুটবলে সাদা কার্ড
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখানো হল। এই অভিনব ঘটনাটি ঘটল পর্তুগাল মহিলা লিগে। ফুটবল মাঠে লাল কার্ড ও হলুদ কার্ড দেখানোর রীতি রয়েছে। তবে সাদা কার্ড দেখানোর বিষয়ে অবাকই হতে হয়। স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার ম্যাচে এই ঘটনা ঘটল। ৩-০ গোলে বেনফিকা এগিয়ে যাওয়ার পর স্পোর্টিং লিসবন দলের এক সমর্থক গ্যালারিতে অসুস্থ হয়ে পড়লে দুই দলের চিকিৎসকরা ছুটে যান অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে। মূলত তাঁদের সম্মানে রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে দেখান। শান্তির প্রতীক হিসেবে এই কার্ড ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। (ছবি: সংগৃহীত)

