sagardighi and electionBreaking News Others Politics 

ভোট মুখর সাগরদিঘি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ সাগরদিঘির উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই আসনে উপনির্বাচন হচ্ছে । ত্রিমুখী লড়াই ঘিরে টান টান উত্তেজনা। একদিকে তৃণমূল প্রার্থী। অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী ভোট ময়দানে। পদ্ম শিবিরেরও প্রার্থী রয়েছে।

বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে এই নির্বাচনে লড়ছেন বাইরন বিশ্বাস। তৃণমূল প্রার্থী রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি
প্রার্থী করেছে দিলীপ সাহাকে। উল্লেখ করা যায়,সাগরদিঘির এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি বাম শিবির। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস কেই সমর্থন বাম শিবির । সব মিলিয়ে রাজনৈতিক পারদ চড়ছে সাগরদিঘির উপনির্বাচন ঘিরে। অভিযোগ ও পাল্টা অভিযোগও নির্বাচনী প্রচারে সামনে আসছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মহড়া হিসেবে এই ভোটকে দেখছেন সব রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে আসনটি ধরে রাখার লড়াই। আবার বাম-ডান জোট শিবিরের কাছে শক্তি যাচাইয়ের লড়াই হতে চলেছে। অন্যদিকে বিজেপিও জোর প্রচারে রয়েছে। ভোট যুদ্ধ সরগরম সাগরদিঘি কেন্দ্র।

রাজনৈতিক বিশ্লেষকদের আরও পর্যবেক্ষণ, আসন্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করছে বাংলার সব রাজনৈতিক দলগুলি। দু-তিন মাসের মধ্যে হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের শক্তি ও দুর্বলতাগুলি মেপে নিতে উদ্যোগী বঙ্গের রাজনীতির বোদ্ধারা। উভয় দলের প্রচার অভিযান এখন তুঙ্গে। রাজ্যের সব দলের শীর্ষ নেতৃত্ব সভা করছেন সাগরদিঘি বিধানসভার জয়ের লক্ষ্যে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটিতে ২৪৫টি বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ থাকছে। সব মিলিয়ে মোট ২৪৬টি বুথ হচ্ছে সাগরদিঘি আসনটিতে। সব বুথেই রাখা হচ্ছে সিসিটিভি। থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া রাজ্যের সশস্ত্র ও লাঠিধারী পুলিশেরও বন্দোবস্ত থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, কমিশনের পর্যবেক্ষকরাও হাজির থাকবেন এই নির্বাচনে । সাগরদিঘি কেন্দ্রটিতে মোট ভোটদাতার সংখ্যা ২,৪৫,৮২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার হলেন ১,২৪,৫৩৩ জন। আবার মহিলা ভোটারের সংখ্যা ১,২১,২৮৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়, সার্ভিস ভোটারের সংখ্যা ২৯১ জন। ৮০ বছর বয়সীর ঊর্ধ্বে ভোটার সংখ্যা ২২৬৮ জন। পিডব্লিউডি ভোটার সংখ্যা ১৫৩২ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৬২৫১ জন। সেক্টর অফিস সংখ্যা ২২টি। এছাড়া রাখা হচ্ছে ক্যুইক রেসপন্স টিমও। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment