শীর্ষে জেমস আন্ডারসন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শীর্ষে আন্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় বেশি বয়সী ক্রিকেটার হিসেবে এক নম্বরে উঠে এলেন ইংল্যান্ডের ফার্স্ট বোলার জেমস আন্ডারসন। ৪০ বছর ২০৭ দিন বয়সী আন্ডারসন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন। সব মিলিয়ে ৬৮২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর। আন্ডারসনের আগে বেশি বয়সে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্লারি গিমেট। ১৯৩৬ সালে শীর্ষে ছিলেন তিনি।

