election sagardhighiBreaking News Others Politics 

সাগরদিঘির নির্বাচনী যুদ্ধ : টার্গেট সংখ্যালঘু ভোট !

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন। মুর্শিদাবাদ সাগরদিঘির উপনির্বাচনকে কেন্দ্র করে সব দলের প্রচার তুঙ্গে। উত্তেজনা রয়েছে এই বিধানসভা ক্ষেত্রের বেশ কয়েকটি জায়গায়। নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে পুলিশী তৎপরতাও রয়েছে। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। ত্রিমুখী এই নির্বাচনী যুদ্ধ ঘিরে সরগরম ময়দান।

একদিকে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে এই নির্বাচনী লড়াইয়ে রয়েছেন বাইরন বিশ্বাস। বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সাগরদিঘির এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি বাম শিবির। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকেই সমর্থন করছে বাম শিবির । সাগরদিঘির উপনির্বাচন ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগও সামনে আসছে। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে পুলিশী পদক্ষেপের দাবি জানিয়েছে জোড়াফুল শিবির। পাল্টা কমিশনে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য,সাগরদিঘির ৬৫ শতাংশ সংখ্যালঘু ভোটকে শাসক-বিরোধী সব রাজনৈতিক দল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মরিয়া। এই ভোটকে টার্গেট করেই সাগরদিঘির নির্বাচনী যুদ্ধে সামিল শাসক দল। আসনটি ফের নিজেদের দখলে রাখতে তৃণমূলের প্রচারে খামতি নেই। শাসক দলের রাজ্য নেতৃত্বের সিংহভাগ প্রচারে রয়েছেন। তবে সংখ্যালঘু ভোট ভাগের একটা আশঙ্কা থাকছেই।

একনজর দেখে নেওয়া যাক ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রের ফলাফল। বিজয়ী তৃণমূল প্রার্থী সুব্রত সাহা ভোট পেয়েছিলেন ৫১,৩৫৭ টি। অন্যদিকে বিজেপি প্রার্থী মাফুজা খাতুন ভোট পান ২৩,৪১৮ টি। পাশাপাশি জাতীয় কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান ভোট পেয়েছিলেন ১৭৩৯১টি। ভোট শতাংশের নিরিখে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৩.০৬ শতাংশ। পদ্মশিবিরের ভোট ২৪.১৯ শতাংশ। জাতীয় কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৭.৯৭ শতাংশ।

বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাসের পক্ষেও জোরদার প্রচার চলছে। কংগ্রেস নেতা ও সাংসদ অধীর চৌধুরী সহ বাম নেতৃত্ব মহম্মদ সেলিম,মীনাক্ষী মুখাৰ্জীরা প্রচারে অংশ নিয়েছেন। বিজেপি প্রার্থী দিলীপ সাহার হয়েও বিজেপির রাজ্য নেতৃত্ব প্রচারে রয়েছেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কয়েকটি রোড শো ও সভা করেছেন প্রার্থীর সর্মথনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,সাগরদিঘি বিধানসভা আসনটিতে ২৪৫টি বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ রাখা হচ্ছে। সব বুথেই রাখা থাকবে সিসিটিভি। ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া রাজ্যের সশস্ত্র ও লাঠিধারী পুলিশী ব্যবস্থাও থাকবে। কমিশনের পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন এই নির্বাচনে ।

সাগরদিঘি কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা ২,৪৫,৮২৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার হলেন ১,২৪,৫৩৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ১,২১,২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২৯১টি । ৮০ বছর বয়সীর ঊর্ধ্বে ভোটার সংখ্যা ২২৬৮ জন। পিডব্লিউডি ভোটার সংখ্যা ১৫৩২ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন এই কেন্দ্রে ৬২৫১ জন। সেক্টর অফিস সংখ্যা ২২টি। এছাড়া রাখা হচ্ছে ক্যুইক রেসপন্স টিমও। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment