sindhu and srikantaBreaking News Others Sports 

শেষ আটে সিন্ধু-শ্রীকান্ত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মাদ্রিদ মাস্টার্স ব্যাডমিন্টনে কোয়াটার ফাইনালে উঠলেন কিদম্বি শ্রীকান্ত ও পি ভি শ্রীকান্ত। দুটি অলিম্পিক পদকজয়ী সিন্ধু পরাজিত করলেন ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়াদানিকে। ম্যাচের ফলাফল ২১-১৬ ও ২১-১৪। বিশ্ব রাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা শ্রীকান্ত স্ট্রেট সেটে হারিয়েছেন বি সাই প্রনীতকে। ফলাফল ২১-১৫ ও ২১-১২।

Related posts

Leave a Comment