বৃষ্টির পূর্বাভাস : “মোকা” সতর্কতা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণাবর্তের প্রভাব। এর জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজও রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এরই মধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বাড়ছে বঙ্গোপসাগরে। যার জেরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। “মোকা” ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করা হচ্ছে বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

