arati holla mainiBreaking News Others World 

রাষ্ট্রপুঞ্জের বিশেষ পদে আরতি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আরতি হোল্লা মাইনি রাষ্ট্রপুঞ্জের গুরুদায়িত্বে। ভারতীয় বংশোদ্ভুত উপগ্রহ বিশেষজ্ঞ আরতি রাষ্ট্রপুঞ্জের মহাকাশ বিষয়ক দফতরের ডিরেক্টর হলেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে এই পদে নিযুক্ত করলেন। এই পদে আসীন ছিলেন ইতালির সিমোনেত্তা দি পিপ্প। লন্ডনের কিংস কলেজে আইন নিয়ে স্নাতক স্তরে পড়াশুনার পর এইচইসি প্যারিস থেকে এমবিএ করেছেন ব্রিটিশ নাগরিক আরতি হোল্লা মাইনি। ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটিতে পড়েছেন। ইংরেজি ছাড়াও ফরাসি,জার্মান সহ বেশ কয়েকটি ভাষায় তাঁর দক্ষতা রয়েছে। ( ছবি সংগৃহীত)

Related posts

Leave a Comment