নির্বাচক প্রধান অজিত আগরকর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নির্বাচক প্রধান হলেন অজিত আগরকর। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে এ খবর জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকার কারণে অন্যদের থেকে এগিয়ে ছিলেন আগরকর। প্রধান নির্বাচক পদের জন্য একাধিক আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয় বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত আগরকরের নাম সুপারিশ করেছে ক্রিকেট উপদেষ্টা কমিটি।

