books and readBreaking News Entertainment Others 

হাতেই জগৎ বইয়ের গন্ধ কই !

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:শীতকাল এলেই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শীত হবে মেলাবিহীন, এটা ভাবা যায় না। বাঙালি ও বাংলায় শীত ও মেলা শব্দ দুটি একে ওপরের পরিপূরক। রাজ্যের কয়েকটি জেলায় অন্য মেলার চেয়ে বইমেলা অন্য মাত্রা পেয়ে আসছে। অনেক স্থানে বইমেলার গরিমা,কৌলিন্য ও উৎকর্ষ বজায় রাখার চেষ্টা চলে। এক্ষেত্রে বিশেষজ্ঞমহলের একাংশের বক্তব্য, বইমেলা মানেই জ্ঞান ও শিক্ষার মেলা। লেখক-পাঠকের মিলনমেলা হল-বইমেলা। সারা বাংলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে বইমেলা ছড়িয়ে । বইমেলার গরিমা আজও অটুট রয়েছে এমন কথাও বলা হয়। বিশেষজ্ঞমহলের অন্য একটি অংশের মত,বই পড়ার পাঠক আর আগের মতো আছে কি! সব বই যে পড়া হয় এমনও নয়। পাঠক সংখ্যা ক্রমশ কমছে। পাঠকহীনতার বিষয়টি সামনে চলে আসে বইমেলার প্রসঙ্গ এলেই। পাঠকের ওপর নির্ভর করেই মূলত চলে বইমেলা। একটা সময় শীতের রোদে পিঠ দিয়ে মা-জেঠিমা-বাবা-কাকারা গল্প-উপন্যাস সহ নানা ধরণের বই পড়তেন। সেই ছবিটা এখন উধাও।
পাতার পর পাতা বই পড়া মানুষগুলো এখন হারিয়ে গিয়েছেন। বিছানায় বই পড়তে পড়তে বই খুলে রেখে ঘুমিয়ে পড়া মানুষগুলোকেও আর খুঁজে পাওয়া যায় না। বই নিয়ে চর্চার মানুষগুলোও হারিয়ে যাচ্ছেন। স্থানীয় পাঠাগার বা লাইব্রেরি থেকে বিবিধ বই সংগ্রহ করে এনে বাড়িতে পড়া মানুষগুলো আজ কোথায়! পাঠাগারের সঙ্গে পাঠকের নিবিড় যোগাযোগ এখন কোথায়? সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বইমেলা ও বইপ্রেমী মানুষ। ট্রেনে-বাসে-ট্রামে আর বই পড়া মানুষ দেখা যায় না। প্রীতি-উপহার হিসেবে বই দেওয়ার চলও আর নেই। হাতের মধ্যেই জগৎ আছে। আছে স্মার্টফোন। বইয়ের গন্ধ আর আসে কই! (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment