earthquakes and japanBreaking News Others World 

জাপানে ভূমিকম্প : সুনামি আতঙ্কও

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই জাপানে ভূমিকম্প। কম্পনের জেরে সুনামি সতর্কতাও জারি করেছে প্রশাসন। জাপানের ইশিকাওয়া সহ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের চোখে আতঙ্কের ছাপ। দেশের পশ্চিমাংশে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। প্রায় ২১টি আফটারশকে কেঁপে ওঠে মাটি। প্রথমটির তীব্রতা ছিল ৬.২। কম্পনের পর পরই সমুদ্রে জলস্ফীতি বেড়ে যাওয়ায় সুনামি সতর্কতা জারি হল উপকূলীয় ইশিকাওয়া,নিগাতা ও তোয়ামা প্রদেশে। ৯০ মিনিটে ২১ বার কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ইশিকাওয়ার নতো এলাকায় মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। বছরের প্রথম দিনে শুরুটা হয়েছিল উৎসবে। বিকেল হতেই ভয়াবহ বিপর্যয় দেখা গেল। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment