জীবন্ত জীবাশ্ম
জীবন্ত জীবাশ্ম কাকে বলে তা নিয়ে মানুষের কৌতূহল রয়েছে। পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়শই এসে থাকে। সাধারণভাবে বললে, যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে অপরিবর্তিত বৈশিষ্ট্যসমূহ নিয়ে বেঁচে থাকে,অথচ সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে,তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদাহরণ হল-উদ্ভিদের ক্ষেত্রে গিংঙ্গো বাইলাবো,সাইকাস। প্রাণীদের ক্ষেত্রে স্ফেনাডেন, প্লাটিপাস।

