india and test championshipBreaking News Others Sports 

সিরিজ জয় অস্ট্রেলিয়ার : টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

আলেক্স ক্যারি দাপটে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। অপরাজিত ৯৮ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ নম্বরে উঠে এল পাট কামিন্সের দল। শীর্ষ স্থানে রয়েছে ভারত। উল্লেখ করা যায়,২০২৩-২৪ মরশুমে রোহিত শর্মারা খেলেছেন ৯ টি ম্যাচ। জয় পেয়েছে ৬টিতে। পরাজিত হয়েছেন ২টিতে। ১ টি ম্যাচ ড্র হয়। ভারতীয়দের পয়েন্ট ৭৪। শতাংশ ৬৮.৫১। অন্যদিকে অস্ট্রেলিয়া এ পর্যন্ত খেলেছে ১২ টি ম্যাচ। জয় পেয়েছে ৮টিতে। পরাজিত ৩ টি ম্যাচ। ড্র একটি ম্যাচে। অস্ট্রেলিয়া দলের পয়েন্ট সংগ্রহ ৯০। উল্লেখ করা যায়, অস্ট্রেলিয়ার পয়েন্ট ভারতের থেকে বেশি হলেও পয়েন্টের শতাংশ ৬২.৫০। এক্ষেত্রে শতাংশের বিচারে ৬.০১ নম্বর পিছিয়ে রয়েছে কামিন্সের দল।

Related posts

Leave a Comment