চার্লস উইলকিন্স বিখ্যাত কেন জানেন?
চার্লস উইলকিন্স একজন প্রাচ্যবাদী পণ্ডিত এবং বাংলা হরফ বিশেষজ্ঞ ছিলেন । তিনি বাংলা মুদ্রাক্ষর খোদাই ও অক্ষর ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন। তিনি এই কাজ শুরু করেছিলেন পঞ্চানন কর্মকারের সহযোগিতায়। তাঁর তৈরি বাংলা মুদ্রাক্ষরের মাধ্যমে হ্যালহেড বাংলা ব্যাকরণ বইটিতে বাংলা মুদ্রণের ব্যবস্থা করেছিলেন। বাংলা ছাপার হরফের বিবর্তন ঘটেছিল। তাই তিনি “বাংলার গুটেনবার্গ”নামে পরিচিত হয়ে উঠেন ।

