প্রশ্ন-উত্তরে ভূগোল
মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় তা কি জানা আছে ? ভারতের কোন মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে তা জানেন কী ? আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি খরাপ্রবণ অঞ্চলের নাম জানা আছে ? “আঁধি” কথাটি কখনও শুনেছেন কী? এটি আসলে ঠিক কি জেনে নিন। এবার আসি এই সব প্রশ্নের উত্তরে। মৌসুমী বায়ু কেরল রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়। ভারতের মে মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে । পশ্চিমবঙ্গে একটি খরাপ্রবণ অঞ্চল হল-পুরুলিয়া জেলা। “আঁধি” কথাটি বলতে আমরা বুঝি একটি গ্রীষ্মকালীন ঝড়কে।

