পুলিশী তৎপরতায় নবান্নে ফের বৈঠক
আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব রাজ্য সরকারের ৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন,সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না। কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন ৷ এমন সিদ্ধান্তের কথা ই-মেল মাধ্যমে রাজ্য সরকারকে জানান জুনিয়র চিকিৎসকরা। নতুন করে আলোচনার প্রস্তাব দেন তাঁরা। সংবাদ সূত্রে জানা যায়,জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ই-মেল পাওয়ার পরই প্রত্যুত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ই-মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা জানানো হয়। অন্য কর্মসূচি থাকায় বৈঠকে না থাকার সম্ভাবনা বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মুখ্যসচিবের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক ঘিরে নবান্ন-র সভাঘরের সামনে জোর পুলিশী তৎপরতা শুরু হয়।

