তারাপীঠ মন্দিরে নিয়মের পরিবর্তন
তারাপীঠ মন্দিরে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে। বীরভূম জেলার এই মন্দিরে অনিয়মের অভিযোগ ওঠায় বৈঠকের পর এই পরিবর্তনগুলি ঘটেছে।
তারাপীঠে দেবী দর্শনের জন্য নতুন নিয়ম। সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের কথা ভেবে এই নতুন নিয়ম বলবৎ হচ্ছে। তারাপীঠ মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে,
ভোর ৫টা ৩০ মিনিটে মন্দির খোলা হবে। দুপুর বেলায় ভোগ নিবেদনের জন্য ঘন্টা দেড়েক মন্দির বন্ধ থাকবে। পুজোর জন্য দুটি লাইন থাকবে। জেনারেল লাইন ১ ঘন্টা পূর্বেই চালু করতে হবে। পরবর্তী সময়ে বিশেষ লাইন খোলা হবে।
বিশেষ লাইনে প্রবেশের জন্য মন্দির কমিটির অফিস থেকে কূপন নিতে হবে। গর্ভগৃহের ভিতরে গোলাপজল ও আলতা নিষেধ করা হয়েছে। মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন কিন্তু তারা মা-কে জড়িয়ে ধরতে পারবেন না। আর একটি নিয়ম কার্যকর হতে চলেছে। মন্দির চত্বরে নিষেধাজ্ঞা। মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। সিকিউরিটি অফিসে মোবাইল জমা রাখতে হবে। ইতিমধ্যেই তারাপীঠ মন্দিরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

