বদলে যাচ্ছে সমাজ : অভিভাবকদের দায়িত্ব
সময়ের বদল ঘটছে। পরিবর্তন হয়ে চলেছে সমাজের। মানুষের স্বভাব-চরিত্রেরও সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। মিলেমিশে চলার প্রবণতা মানুষের কমে আসছে। একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে চলেছে। মানুষ হয়ে উঠছে স্বার্থপর। আধুনিক ও যান্ত্রিক যুগে মানুষ মানুষের জন্য নিবেদিত এমনটা ভুলতে বসেছে। সবাই যে এমন তা নয়। তবে শতাংশ হারে এই প্রবণতার মানুষ কমে আসছে ক্রমশ। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা-ভক্তি ও ভালোবাসা থাকাটা খুবই প্রয়োজনীয়। আজ এই ভিডিওটা করা শুধু সস্তার জ্ঞান দেওয়ার জন্য নয়। সমাজের সব মানুষের স্বার্থে একটু পরামর্শ দেওয়া এই আর কি। ভুল-ত্রুটি হলে মার্জনা করবেন। সব সময় নত হতে চেষ্টা করতে হবে।
লক্ষ্য করে দেখবেন, যে গাছে যত ফল হয় ,সে গাছ তত নত হয়ে পড়ে। কেউ রেগে গেলে তাকে শান্ত হয়ে বোঝাতে হয়। এটাও একটা জীবনের জন্য শিক্ষা। শুদ্ধ উচ্চারণ ও সুন্দর করে কথা বলাটা উচিত। কেউ যেন আপনার কথায় আঘাত না পায় সেই চেষ্টাটা করতে হবে। সম্মানীয় ব্যক্তি বা বড়দের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হয় সম্মান করে। আমি সব জানি,এই ভাবনা থেকে সরে আসতে হবে। একটা মানুষ সব কিছু জানতে পারে না। সবই সময়ের সঙ্গে সঙ্গে শিখে নিতে হয়। জোর করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেওয়াটাও শিক্ষা।
কেউ ভালোবেসে কিছু দিলে তা গ্রহণ করুন। জীবনে সৎ থাকতে চেষ্টা করবেন। জীবনে যা কিছু ভালো তা সন্তানদের গ্রহণ করতে শেখান। একজন অভিভাবক হিসেবে এটা আপনার দায়িত্ব ও কর্তব্য। মনে রাখবেন, পিতা-মাতার উচিত শিশু-কিশোর বয়স থেকেই এই পাঠটা দেওয়া।

