শ্রীচৈতন্যের আবির্ভাব বঙ্গে এক যুগান্তকারী অধ্যায়
শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি বঙ্গের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত করেছিল। আবার বাংলা তথা ভারতের নবজাগরণের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল।
বৈষম্য ও সমাজের জাতপাতের সমকালীন সময়ে তাঁর আবির্ভাব অন্য মাত্রা পেয়েছিল। বাঙালি সমাজের ত্রাতারূপে এই যুগপুরুষের আবির্ভাব ঘটে। ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। পিতৃদত্ত নাম ছিল-বিশ্বম্ভর।
পরবর্তী সময়ে সংসার ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারণ করেছিলেন। তৎকালীন সময়ে হিন্দুধর্মের জাতিভেদ উপেক্ষা করে সমাজের নিম্নবর্গের মানুষদের বুকে জড়িয়ে আপন করে নিয়েছিলেন। সেই সময় হিন্দু-অহিন্দু,পণ্ডিত-মুর্খ,উঁচু-নিচু ভেদাভেদ না করে হরিবোল ও কীর্তনের মাধ্যমে ভক্তিধর্ম প্রচার শুরু করেছিলেন। এই ধর্ম-আন্দোলন চৈতন্য বৈষ্ণবধর্ম নামে পরিচয় বহন করে। গৌড়ীয় বৈষ্ণবধর্মও বলা হয়ে থাকে।

