রিংয়ের বাইরে নতুন লড়াই দীপকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রিংয়ের বাইরে নতুন লড়াই কুস্তিগীর দীপকের। হরিয়ানার ঝাঁঝর এলাকায় গরিব মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন দীপক পুনিয়া। বিপর্যস্ত পরিস্থিতিতে ক্ষুধার্তদের হাতে খাবার পৌঁছে দেওয়ার তাগিদ অনুভব করলেন গতবছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী এই কুস্তিগীর। দীপক জানিয়েছেন, অল্প বয়সে আমি অনেক কিছু পেয়েছি। তাই চেষ্টা করছি কিছু ফিরিয়ে দেওয়ার। রোজ নিয়ম করে এলাকার বস্তিতে খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছি। ওঁদের মধ্যে বিলি করছি। ওঁদের হাসিমুখ দেখে খুব ভাল লাগছে।

