Contractual LabourOthers 

মোরাদাবাদ থেকে ঘরে ফেরার প্রত্যাশা বঙ্গ-শ্রমিকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মোরাদাবাদ থেকে হেঁটে গৃহের পথে বাংলার-শ্রমিক। সূত্রের খবর, ফোস্কা পড়া পা আর পিঠের অসহ্য যন্ত্রণা নিয়েই এক নাগাড়ে হেঁটেছেন পশ্চিমবঙ্গের সাত পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে হাঁটা শুরু করে ১০ দিনে পৌঁছেছেন পাটনায়। সূত্রের আরও খবর, সৈফুদ্দিন, আলমগির ও আজহার খান থাকেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আর বাকি ৪ জন থাকেন হাওড়ার আমতায়। খাবার কেনার পয়সাটুকুও নেই তাঁদের। এমনকী রাস্তায় কেউ খেতে দিলে খাচ্ছেন। না-হলে খালি পেটেই হাঁটছেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি গাড়ির গ্যারাজের মিস্ত্রি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন চলতি বছরের মার্চের গোড়ায়। ২৬ তারিখ থেকে কাজ বন্ধ হয়ে যায়। মাইনেও মেলেনি। সূত্রের আরও খবর, কাজ বন্ধ হয়ে গেলেও লকডাউন উঠে যাওয়ার আশায় এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মোরাদাবাদেই ছিলেন। মার্চের ঘরভাড়া কোনওভাবে দিতে পারলেও এপ্রিলের ভাড়া দেওয়ার টাকা ছিল না কারও কাছে। বিপর্যস্ত পরিস্থিতিতে ঘরে ফেরার প্রত্যাশা তাঁদের।

Related posts

Leave a Comment