করোনা ত্রাসের পরিবেশ জম্মু-কাশ্মীরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের হন্দোয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ। সূত্রের খবর, এর জেরে মৃত্যু হয় ১৪ বছর বয়সী এক কিশোরের। করোনা ত্রাসের আবহে কিশোরের দেহ তার বাড়িতে কবর দিতে দেয়নি প্রশাসন। জানা গিয়েছে, বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে বারামুলা জেলার একটি জায়গায় পরিজনের উপস্থিতিতে কবর দেওয়া হয়েছে।

