ভারতে ব্যবসার সুযোগ বাড়াতে বার্তা অস্ট্রেলিয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যবসার বার্তা অস্ট্রেলিয়ার। ভারতে ব্যবসার সুযোগ বাড়াতে একসময় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল অস্ট্রেলিয়া। সূত্রের খবর, মার্চেন্ট চেম্বারের ভিডিও বৈঠকে কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল অ্যান্ড্রু ফোর্ড জানিয়েছেন, সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছরে ভারতেই ব্যবসার সুযোগ সব থেকে বেশি বলে মনে করছে তাঁদের সরকার। তবে এ দেশের সঙ্গে কোনও মুক্ত বাণিজ্য চুক্তি না থাকায়, কীভাবে বাণিজ্যিক সম্পর্ক আরও পোক্ত করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অ্যান্ড্রু ফোর্ডের বার্তা, ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতে (আরসিইপি) যোগ না দিলেও তাঁর দেশ সেই দরজা এ দেশের জন্য খোলাই রেখেছে।

