একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে স্কুলগুলি ২২ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তির নোটিস দিতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিজের স্কুলের পড়ুয়া ও ১৬ থেকে ৩১ আগস্টের মধ্যে বাইরের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। উল্লেখ করা যায়, বিষয় ভিত্তিক ন্যূনতম নম্বর স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু করে এই মাসেই শেষ করতে উদ্যোগী কিছু স্কুল। প্রসঙ্গত, পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় অনেকটা কম হয়ে গিয়েছে। আগস্ট জুড়ে ভর্তি প্রক্রিয়া চললে পড়ার সময় আরও কমে যাবে বলে মনে করা হচ্ছে।

