Adrian HillOthers World 

কোভিড-১৯ টিকা প্রয়োগ করার পর আশার আলো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানবদেহে টিকার পরীক্ষা আগামী সপ্তাহে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ব্রিটেনে প্রতিরোধী টিকা মানুষের উপর যাচাই করা শুরু হবে। বিভিন্ন প্রজাতির প্রাণীর উপর কোভিড-১৯ টিকা প্রয়োগ করার পর আশার আলো দেখে বিজ্ঞানীরা হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল “দ্য ডেইলি মেল”-কে একটি সাক্ষাৎকারে জানান, প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সি ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। উল্লেখ্য, হিল ও তাঁর সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে সার্স কোভ-২ পরিস্থিতি ইঞ্জেকশন দিয়ে শিম্পাঞ্জির শরীরে পরিস্থিতির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেন। এই অ্যান্টিবডিই টিকা হিসেবে মানুষের শরীরে দিলে সার্স কোভ-২ পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদল নিশ্চিত। প্রাণীদেহে এই টিকা ব্যবহার করে ফল পাওয়া গিয়েছে। এবার হিউম্যান ট্রায়াল করার পর টিকাটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related posts

Leave a Comment