ফের কালার্স বাংলায় রবিঠাকুরের ছোট গল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রবি ঠাকুরের ছোট গল্প আবারও কালার্স বাংলায়।ধারাবাহিকভাবে পরিবেশিত হয়েছিল কয়েক বছর আগে ছোট পর্দায়।বেশ জনপ্রিয় হয়েছিল গল্পগুলি।যার মধ্যে দেনা পাওনা, সমাপ্তি ও চোখের বালি উল্লেখযোগ্য। লকডাউন পরিস্থিতিতে আবারও ফিরে আসছে এই সব ধারাবাহিক।দর্শকদের আকর্ষিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকেই বেছে নিয়েছে কালার্স বাংলা।জানা গিয়েছে, এ খবর পৌঁছাতেই অভিনেতা ও অভিনেত্রীরা কৌতূহল প্রকাশ করেছেন।দেনা পাওনা গল্পে অভিনয় করা এনা সাহা আনন্দের সঙ্গে জানিয়েছেন, রবীন্দ্র জয়ন্তীর দিনে ছোট গল্পগুলি ফিরে আসায় খুব ভালো লাগছে।আবার নিজের অভিনয় ধারাবাহিকের মাধ্যমে দেখতে পাবো।

