বিমান ডিজাইন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উজ্জ্বলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কনিষ্ঠতম বিমান ডিজাইনারের স্বীকৃতি। রেকর্ড বইতে নাম তুললেন নিমতার উজ্জ্বল অধিকারী। সূত্রের খবর, তিনি বিমানের নকশা আঁকেন এবং কবিতাও লেখেন। তাঁর সেই প্রতিভার স্বীকৃতিও পেলেন তিনি। জানা গিয়েছে, মাত্র ২৭ বছর বয়সেই চার্টার্ড ইঞ্জিনিয়ারিং করায় দেশের সর্বকনিষ্ঠ এরোস্পেস চার্টার্ড ইঞ্জিনিয়ারের শিরোপা অর্জন করলেন। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তাঁর নাম উঠল। সূত্রের আরও খবর, গত ১১ আগস্ট উজ্জ্বলকে এই স্বীকৃতি ও সম্মান দেওয়া হয়।
আরও জানা যায়, ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে তিনি শংসাপত্র, মেডেল, পরিচয়পত্র ও অন্যান্য সামগ্রীও পেয়েছেন। উজ্জ্বলবাবুর পরবর্তী লক্ষ্য, গিনেস বুক অব রেকর্ডসে জায়গা করে নেওয়া। আবেদন করে ফেলেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণও হয়েছেন তিনি। দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শেষ হলে গিনেস বুকের স্বীকৃতিও পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার নিমতায় বাড়ি উজ্জ্বলের। কর্মসূত্রে তিনি থাকেন বেঙ্গালুরুতে। এখন ‘এয়ারবাস এ-২২০’ বিমানের নকশা তৈরির দায়িত্বে থাকা দলের সদস্য হিসেবে কাজ করছেন উজ্জ্বল অধিকারী। উল্লেখ্য, ২০১৯ সালের ২ নভেম্বর দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) থেকে চার্টার্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে দেশে এর আগে কেউ এই কোর্স শেষ করতে পারেননি বলে জানা গিয়েছে।
খুব ছোট থেকেই ব্রহ্মাণ্ডের রহস্য সমাধান নিয়ে আগ্রহ ছিল তাঁর। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামকে রোল মডেল মানেন তিনি। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়েও কোর্স করেছেন উজ্জ্বলবাবু। তাঁর ‘বিগ ব্যাং’ তত্ত্বের উপর গবেষণামূলক প্রবন্ধও রয়েছে। সর্বকনিষ্ঠ এরোস্পেস চার্টার্ড ইঞ্জিনিয়ারের শিরোপা পাওয়ার পর তাঁর মন্তব্য, রেকর্ড বইতে নাম তুলতে পেরে গর্ব হচ্ছে। আর্থিক অনটনকে লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি।

