উড়ান ওঠানামায় বিধি-নিষেধ প্রত্যাহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সব উড়ান চলবে বলে জানিয়েছে রাজ্য। কলকাতা ও রাজ্যের অন্য বিমানবন্দরে উড়ান ওঠানামা নিয়ে সব ধরনের বিধি-নিষেধ প্রত্যাহার করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, দেশের অভ্যন্তরীণ সমস্ত উড়ানের ক্ষেত্রে রাজ্যে আসার সময়ে যাত্রীদের দুটি টিকার শংসাপত্র বা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলেই হবে। উল্লেখ করা যায়, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের জন্য বিধি-নিষেধ বলবৎ করা হয়। এক্ষেত্রে বেঙ্গালুরু থেকে রাজ্যে আসা উড়ানের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল, সপ্তাহে শুধুমাত্র সোম, বুধ ও শুক্রবার উড়ান আসবে। বাকি ৪ দিন সরাসরি উড়ান নামতে পারবে না। এবার সেই বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও কোনও নিষেধাজ্ঞা নেই বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

