আন্তর্জাতিক উড়ান পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক উড়ান চলাচল স্বাভাবিক করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২৭ মার্চই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান। বিমান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ থেকেই আগের মতো আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে। উল্লেখ করা যায়, বিশ্ব জুড়ে করোনা আবহের দাপটে ২০২০ সালের ২৫ মার্চ ভারতে সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই বছর মে মাসে অভ্যন্তরীণ উড়ান চালু হলেও বন্ধ রাখা হয়েছিল আন্তর্জাতিক উড়ান।
পরবর্তী সময়ে ২০২০ সালের জুলাই মাস থেকে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ভিত্তিতে শুরু হয় বিশেষ ‘বাবল’ উড়ান। এক্ষেত্রে আরও জানা যায়, এখন এই ব্যবস্থা চালু রয়েছে ৩৭টি দেশের সঙ্গে। বর্তমান সময়ে দেশের করোনা পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক হতেই ভারত-সহ সারা বিশ্বে সাধারণ মানুষের বড় অংশ টিকার অধীনে চলে আসায় আন্তর্জাতিক যাত্রী উড়ান চলাচলের এই ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিমান চলাচলের বিষয়টি জানিয়ে টুইটও করেছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

