দাবানলের গ্রাসে তুরস্ক-আলজিরিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দাবানলের গ্রাসে তুরস্ক ও আলজিরিয়া। সূত্রের খবর, গ্রিস আর তুরস্কের পাশাপাশি ভয়াবহ দাবানলে বিধ্বস্ত আলজিরিয়ার ব্যাপক এলাকা। এক্ষেত্রে আরও জানা যায়, গত কয়েক দিনের ভয়াবহ এই আগুনে মৃত্যু হয়েছে প্রায় ৬৫ জনের। মৃতদের মধ্যে ২৮ জন সেনা রয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সতর্কতা ও তৎপরতা বজায় রয়েছে।

