tmc and other statesBreaking News Others Politics 

ভিন রাজ্যে সংগঠন বিস্তারে পাখির চোখ তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে তৃণমূল তৃতীয় বারের জন্য নবান্নে। বাংলা জয় পর্ব শেষ করেই এবার “সর্বভারতীয়” স্তরে নজর তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের মত,তৃণমূল নিশানা করছে কেন্দ্রের বিজেপি সরকার সরানো। এক্ষেত্রে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে পাখির চোখ করছে তৃণমূল। আবারও ত্রিপুরায় সংগঠন মজবুত করতে আসরে নামছে তৃণমূল। আর এক্ষেত্রে মুকুল রায়ই অস্ত্র হতে চলেছেন,এমনটাই রাজনৈতিক মহলের জল্পনা।

রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন,বাংলা ও ত্রিপুরা দিয়ে ২০২৪সালে এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়, তা আন্দাজ করতে পারছেন তৃণমূল নেতৃত্ব। তাই অসম, সিকিম সহ বেশ কয়েকটি রাজ্যে নিশানা করছে বাংলার শাসক দল। তৃণমূলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই বেশ কিছুটা ধারনা পাওয়া সম্ভব হচ্ছে ।

সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে অসম,ত্রিপুরা,সিকিম,মণিপুর,মহারাষ্ট্র ও ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যের জন্য আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে,ওই সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের জনকল্যাণমূলক কাজগুলির তুলে ধরা বাপ্রচার করা হবে।

ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে সংগঠন বিস্তারের বিষয়ে অভিষেক সাংবাদিক মহলে একটি মন্তব্য করেছিলেন “এই তৃণমূল আলাদা”। এই বিষয় নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল- “আমরা এখন ভিনরাজ্য দু-তিনটি আসন পেতে বা ভোট শেয়ার বাড়াতে যাব না। যেখানে আমাদের জেতার সম্ভাবনা থাকবে সেখানে সংগঠন বিস্তারে জোর দেব আমরা।”

রাজনৈতিক বিশ্লেষকদের অন্য একটি অংশ মনে করছেন, বাইরের রাজ্যে ক্ষমতা দখল করতে তৃণমূল অনেকটাই আত্মবিশ্বাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তার আঁচ মিলেছে। দেশের বিজেপি বিরোধী শক্তির একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভরসা করবেন, এমনই খানিকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেকের জোরালো মন্তব্য ছিল, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা দেশের প্রতিটি কোণায় আমরা পৌঁছে দেব।”

সূত্রের আরও খবর,ভিন্ন প্রদেশে দলের শ্রীবৃদ্ধির ক্ষেত্রে এই পর্বের প্রাথমিক কাজ সোশ্যাল মিডিয়ায় হতে চলেছে। এক্ষেত্রে তৃণমূলের প্রতিটি স্তরে সোশ্যাল মিডিয়া সেলকে নবরূপে সাজানো হচ্ছে। প্রশান্ত কিশোরের “আইপ্যাক” লাগাতার সহায়তা করছে। ফেসবুক ও ট্যুইটার সহ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ২০২৪-এ বাজিমাত করতে চাইছে তৃণমূল, তারই পূর্বাভাস দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞমহল।

আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।

Related posts

Leave a Comment