অসমের কামাখ্যার অম্বুবাচী মেলা বন্ধের সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে ফের বাতিল কামাখ্যার অম্বুবাচী মেলা। বহু বছর ধরে অসমে এই মেলা আয়োজন হয়ে আসছে। জুন মাসে এই উৎসব হওয়ার কথা ছিল। তা বাতিল ঘোষণা করা হয়। করোনা সংক্রমণের জেরে অসমের কামাখ্যা মন্দিরের পরম্পরা রক্ষা হচ্ছে না। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও ভক্তরা এই মেলায় উপস্থিত হন। গত বছর করোনার প্রভাবে একই অবস্থা হয়। এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে,অম্বুবাচীর আচার-আচরণ ও নিয়ম-বিধি পালন করা হবে। করোনা পরিস্থিতি বিচার করেই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এবার মেলা শুরু হওয়ার কথা ছিল ২২ জুন।
উল্লেখ করা যায়, ‘মা কামাখ্যা দেবালয়’ কর্তৃপক্ষ প্রতিবছর এই মেলার আয়োজন করে। এবার জানিয়ে দেওয়া হয়েছে, সংক্রমণের আশঙ্কায় কামাখ্যায় মহোৎসব হবে না। তীর্থ যাত্রী ও সাধু-সন্ন্যাসীরা যাতে এই উৎসবের জন্য কামাখ্যায় না যান তার জন্য অনুরোধ জানানো হয়েছে। কামাখ্যার প্রধান পুরোহিত সূত্রে জানানো হয়েছে,নীলাচলের মানুষ এই মেলার দিকে তাকিয়ে থাকেন। এই মেলা না হলে আর্থিক ধাক্কার মুখেও পড়তে হবে। তবে বৃহত্তর স্বার্থে মেলা বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করা হচ্ছে।
কামাখ্যার ইতিহাসে এ ঘটনা বিরল। মা কামাখ্যা দেবালয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে এমন একটি পরিস্থিতি তৈরি হয়। ওই সময় ভক্তদের এভাবে আসতে নিষেধ করা হয়নি। কামাখ্যায় অম্বুবাচী মেলা মূলত হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে। আষাঢ় মাসের এই সময়ে ধরিত্রী মা ঋতুমতী হন। সেই সূত্রেই অম্বুবাচী পালিত হয় । রীতি মেনে অম্বুবাচীর দিন থেকে পরর্বতী ৩ দিন পর্যন্ত কামাখ্য দেবীর মন্দিরের দরজা বন্ধ থাকে। কামাখ্যা মন্দির চত্বরে অবশ্য উৎসব চলে। গোটা দেশ থেকে অগণিত ভক্তরা উপস্থিত হন এখানে। সাধু ও সন্ন্যাসীদের ভিড়ও জমে।

