মার্কিন মুলুকে নির্বাচনকে কেন্দ্র করে চড়েছে শেয়ার বাজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন মুলুকে নির্বাচনকে কেন্দ্র করে চড়ে গিয়েছে শেয়ার বাজার। সূত্রের খবর, নিজের কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ায় সম্পদ বেড়েছে অ্যামাজনের প্রধান জেফ বেজোস ও ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গের। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নিজেদের সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির ফলে লাভবান হয়েছেন ওই দেশের প্রায় ১৬৭ জন কোটিপতি। পাশাপাশি তাঁদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আরও ৫ হাজার ৭৪০ কোটি ডলার। সূত্রের আরও খবর, তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন বেজোস। তাঁর সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১ হাজার ৫০ কোটি ডলার। এরপরেই রয়েছে ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ। তাঁর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮১০ কোটি ডলার। উল্লেখ করা যায়, ধনকুবেরদের ওপর আয়করের বোঝা হাল্কা করেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। এর প্রভাবে শেয়ার বাজারে আমেরিকার ধনকুবেরদের বিনিয়োগও বেড়ে গিয়েছে বলে খবর।

