Kiran AhujaOthers World 

মার্কিন শীর্ষ প্রশাসনিক পদে ফের ভারতীয় বংশোদ্ভুত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাইডেন প্রশাসনে এবার আরও এক ভারতীয় মুখ। চলছে জল্পনা। বাইডেন প্রশাসনে রীতিমতো শক্ত ভারতীয়দের ভিত। উল্লেখ করা যায়, আমেরিকার শীর্ষ প্রশাসনিক পদে একের পর এক ভারতীয় বংশোদ্ভুতদের মনোনয়ন এমনটাই ইঙ্গিতই দিচ্ছে। সূত্রের খবর, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ দফতরের ডিরেক্টর পদে নীরা টন্ডনকে আনা নিয়ে বিতর্ক। এরপর ‘পার্সোনেল ম্যনেজমেন্ট’ দফতরের প্রধান হিসেবে আরও এক ভারতীয় বংশোদ্ভুতের নাম মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, আইনজীবী এবং সমাজকর্মী কিরণ আহুজাকে ওই দায়িত্ব দিতে আগ্রহী। সব কিছু ঠিক-ঠাক থাকলে তিনিই হবেন এই দায়িত্বে আসা প্রথম ভারতীয়। উল্লেখ্য, আমেরিকার কমপক্ষে ২০ লক্ষ প্রশাসনিক আধিকারিককে পরিচালনার ভার রয়েছে ‘পার্সোনেল ম্যানেজমেন্ট’ দফতরের উপর। ৪৯ বছর বয়সি কিরণ ইতিপূর্বে এই দফতরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন।

এক্ষেত্রে উল্লেখ করা যায়, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দফতরটির তৎকালীন ডিরেক্টরের অধীনে চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি। আবার দু-দশকেরও বেশি সময় ধরে পাবলিক সার্ভিস ও জনসেবামূলক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

পাশাপাশি বর্তমানে তিনি প্রাদেশিক জনসেবামূলক সংগঠন, ‘ফিলানথ্রপি নর্থ-ওয়েস্ট’-এর সিইও। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল আমেরিকার বিচার বিভাগের নাগরিক অধিকার আইনজীবী হিসেবে। প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ন্যাশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান উইমেন্স ফোরাম’-এর প্রতিষ্ঠার সময় থেকে ২০০৮ সাল পর্যন্ত এগজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্বভার সামলেছেন। ওবামা প্রশাসনের সঙ্গেও কয়েক বছর যুক্ত ছিলেন কিরণ।

Related posts

Leave a Comment