amit saho and basihatOthers Politics 

শীতলকুচির ঘটনা ঘিরে অমিত-মমতা তরজা তুঙ্গে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বসিরহাটের জনসভা থেকে মমতাকে জবাব দিলেন অমিত শাহ। হিঙ্গলগঞ্জের সভায় শীতলকুচি কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূল নেত্রী। এরপর অমিত শাহ বসিরহাটে প্রচারে এসে মন্তব্য করলেন , “জনতা বললে আমি ইস্তফা দেব, কিন্তু আপনি ২ মে পদত্যাগের জন্য প্রস্তুত হোন”। উল্লেখ করা যায়,গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তুলেছেন তৃণমূল নেত্রী।

বসিরহাটের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বললেন, “দিদি রোজ বলেন, অমিত শাহ ইস্তফা দিন। জনতা বললে আমি তো ইস্তফা দিয়ে দেব। কিন্তু আপনি প্রস্তুত থাকুন। ২ মে আপনাকে অবশ্যই ইস্তফা দিতে হবে। বাংলার মানুষ যদি বলে, তা হলে নতমস্তকে আমি ইস্তফা দিতে প্রস্তুত হয়ে যাব। কিন্তু ২ মে ২টোর সময়ে রাজ্যপালের কাছে গিয়ে আপনার ইস্তফা দেওয়া স্থির হয়ে রয়েছে।”

উল্লেখ করা যায়,চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচি কাণ্ডের পর রীতিমতো প্রতিবাদে সরব হন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ারও দাবি তুলেছেন তিনি।

এই ঘটনার পরই তৃণমূল নেত্রী অমিত শাহের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে সোচ্চার হন। এ বিষয়ে তাঁর মন্তব্য ছিল “এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনই তাঁর পদত্যাগ করা উচিত।” এই ঘটনা নিয়ে অনেক দূর যাবেন বলেও মন্তব্য করেন।

অন্যদিকে নদীয়ার শান্তিপুরে রোড শো করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা ঘটনার জন্য তৃণমূল নেত্রীর সিআরপিএফ-কে ঘেরাও করার প্রসঙ্গকেই দায়ী করলেন।পাশাপাশি শীতলকুচিতে ৫ জনের মৃত্যু হলেও কেন শুধুই ৪ জনের জন্য শ্রদ্ধার্ঘ্য, আর আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে কেন চুপ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্নও সামনে রাখলেন। সবমিলিয়ে শীতলকুচির ঘটনা ঘিরে অমিত-মমতা তরজা তুঙ্গে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment