Anathnath DasOthers 

রবীন্দ্র অনুরাগী ও শিক্ষাবিদ অনাথনাথ প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন অনাথনাথ দাস। তাঁর প্রয়াণে বিশ্বভারতীর রবীন্দ্রচর্চার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিশ্বভারতী ও রবীন্দ্র-অনুরাগীরা। স্থানীয় সূত্রের খবর, বিশ্বভারতীর বাংলা বিভাগের ছাত্র ছিলেন তিনি। ছাত্র-জীবন শেষ করার পর পাঠভবনে বাংলার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। কেবলমাত্র শিক্ষকতা নয়, আমৃত্যু রবীন্দ্রচর্চার জন্যই বাংলার শিক্ষিত সমাজ তাঁকে মনে রাখবে।

স্থানীয় সূত্রের আরও খবর, বিশ্বভারতীতে রবীন্দ্র পাণ্ডুলিপি পাঠ, সম্পাদনা ও গ্রন্থনার বিশেষ ধারার জন্ম দিয়েছিলেন পুলিনবিহারী সেন। তাঁর একনিষ্ঠ সাধকও ছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে অনেক গ্রন্থ সম্পাদনাও করেন। তার মধ্যে অন্যতম হল- রবীন্দ্রনাথের লেখা সমস্ত কবিতার সঙ্কলন, ‘রবীন্দ্রনাথ ও শ্রীশচন্দ্র মজুমদার’ প্রভৃতি। আবার পদ রত্নাবলীর মতো গ্রন্থও সম্পাদনা করেছেন। এ বিষয়ে আরও জানা যায়, বিশ্বভারতী থেকে প্রকাশিত সম্পূর্ণ রবীন্দ্র রচনাবলির শেষের দিকের বেশ কয়েকটি সংস্করণের সঙ্গেও যুক্ত ছিলেন। রবীন্দ্র রচনা সম্পাদনা ছাড়াও ‘পুলিনবিহারী শতবর্ষ সঙ্কলন’ গ্রন্থের সম্পাদনাও করেন।

Related posts

Leave a Comment