Arya RajendranOthers 

তিরুবনন্তপুরমের দায়িত্বে একুশের মেয়র- আর্যা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একুশ বছর বয়সেই মেয়র। রীতিমতো নজির গড়লেন কেরলের আর্যা। সূত্রের খবর, রাজ্যে বিধানসভা ভোট আগত প্রায়। এই খবরে উজ্জীবিত হওয়ার বার্তা পেয়েছে বামেরা। উল্লেখ করা যায়, এবার রাজধানী শহরের মেয়র-পদে একেবারে নতুন মুখ তুলে এনে তরুণ প্রজন্মকে বার্তা দেওয়ার চেষ্টা করছে কেরলের সিপিএম। তিরুবনন্তপুরম পুর-নিগমের মেয়র-পদের জন্য একুশ বছর বয়সী পড়ুয়া আর্যা রাজেন্দ্রনকে বেছে নিয়েছে সিপিএম।

উল্লেখ্য, দেশের কোনও শহরই এর আগে এত কম বয়সী মেয়র পায়নি বলে বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য আর্যা এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। নিজের ওয়ার্ডে ইউডিএফ-এর প্রার্থীকে ২৮৭২ ভোটে হারিয়েছেন তিনি। এবার আর্যার কাঁধে তিরুবনন্তপুরম শহরের দায়িত্ব দিতে চলেছে সিপিএম। অঙ্ক শাস্ত্র নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন আর্যা রাজেন্দ্রন।

প্রসঙ্গত, শহরের অল সেন্টস কলেজের বিএসসি-র পড়ুয়া আর্যার বাবা বিদ্যুতের মিস্ত্রি। আবার তাঁর মা জীবন বিমা নিগমের এজেন্টের কাজ করেন। তিরুবনন্তপুরম জেলা সিপিএম-এর সম্পাদকমণ্ডলী শহরের নতুন মেয়র হিসেবে আর্যার নাম নির্বাচিত করেন। সেই সুপারিশ পাঠানো হয় এ কে জি সেন্টারে। এরপর দলের রাজ্য নেতৃত্বের অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজ্য সিপিএম নির্দেশ দেওয়ার পর আর্যাকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। এক্ষেত্রে তাঁর মন্তব্য, কলেজের পাশাপাশি রাজনীতির পাঠও শিখছি। দল যা দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গেই পালন করব।

Related posts

Leave a Comment