dinda and retireOthers Sports 

বাংলার সেরা পেসার অশোক দিন্দা-র অবসর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবসর নিলেন অশোক দিন্দা। ১৪ বছরের ক্রিকেটীয় লড়াইয়ের ইতি। বাংলার সেরা পেস বোলার অবসর ঘোষণা করলেন সিএবিতে বসেই। জাতীয় দল থেকে বাদ যান তিনি। ৩৭বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ১৩টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ান ডে-তে ১২টি উইকেট পেয়েছেন। পাশাপাশি টি-টোয়েন্টিতে ১৭টি উইকেট পান।

অন্যদিকে মেদিনীপুরের মাটি থেকে উঠে আসা এই বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৬টি ম্যাচ খেলেছেন। উইকেট পান ৪২০টি। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৪৭টি। উইকেট সংগ্রহ ১৫১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট পান অনেকবার। আবার ১০ উইকেট পান ৫ বার। এছাড়া কলকাতা,দিল্লি,পুণে ও বেঙ্গালুরুর হয়ে আইপি এল খেলেছেন। তাঁর রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে বলে একটা অংশ মনে করছেন।

Related posts

Leave a Comment