asia cup and indiaBreaking News Others Sports 

ফের হার ভারতের : ফাইনালে ওঠার সম্ভাবনা কোন পথে?

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাকিস্তানের পর এশিয়া কাপে এবার শ্রীলঙ্কার কাছে পরাজিত হল ভারত। ৬ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন দাসুন শঙ্কা। এই ম্যাচের ফলাফল: ভারত ১৭৩-৮(২০) । শ্রীলঙ্কা ১৭৪-৪ (১৯.৫) । ৪১ বলে ৭২ রান করেও দলকে জেতাতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা।

এই অবস্থায় ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনার পথটি দেখে নেওয়া যাক। এশিয়া কাপে ভারতের নেট রানরেট -০.১২৫,শ্রীলঙ্কার+০.৩৫১,পাকিস্তান+০.১২৬ ও আফগানিস্তানের -০.৫৮৯। সেই নিরিখে আফগানিস্তানকে বিরাট ব্যবধানে জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে।

আবার রোহিত শর্মাদের বিরাট ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে তিন দল ভারত,পাকিস্তান ও আফগানিস্তান একটি করে ম্যাচ জয়ী হবে। সেই পরিপ্রেক্ষিতে নেট রানরেটের ভিত্তিতে বিচার হবে কোনও একটি দলের ফাইনালে খেলা।

Related posts

Leave a Comment