ATM-1Others 

এটিএম ব্যবহারের ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১ জানুয়ারি থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা এটিএম ব্যবহারের ব্যয়। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, নতুন বছর থেকে মাসে নিখরচায় লেনদেনের সীমা অতিক্রম করলে বর্ধিত হারে চার্জ নিতে পারবে ব্যাঙ্কগুলি। এক্ষেত্রে জানানো হয়েছে, এখন মাসে নিজের ব্যাঙ্কের এটিএমে সব মিলিয়ে ৫টি ও মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএমে ৩টি বা মেট্রোর বাইরে ৫টি লেনদেন বিনা পয়সায় করা যায়। তার বাইরে লেনদেনের ক্ষেত্রে প্রতি ২০ টাকা করে চার্জ লাগে। এবার তা বেড়ে হতে পারে ২১ টাকা। উল্লেখ করা যায়, আগামী ১ আগস্ট থেকে বাড়ানো হচ্ছে ব্যাঙ্কগুলির নিজেদের মধ্যে করা এটিএম লেনদেনের চার্জও।

Related posts

Leave a Comment