ipl and 2021Others Sports 

চোদ্দদশ আইপিএলের নিলাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চেন্নাইতে শুরু হচ্ছে চোদ্দদশ আইপিএলের নিলাম অনুষ্ঠান ৷ টুর্নামেন্টের আটটি আইপিএল ফ্রাঞ্চাইজি নিজেদের স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত। মোট ১৬৪ জন ক্রিকেটার। ১২৫ বিদেশি ক্রিকেটার এবং ৩ জন অ্যাসোসিয়েট নেশসনের নাম উঠবে নিলামে৷

চেন্নাইতে আজ এই নিলামের আসর ৷ ২৯২ জন প্লেয়ারের নাম উঠবে। ৮ টি দল নিজেদের ১৩৯ প্লেয়ারকে ধরে রেখেছে ৷ ছেড়ে দিয়েছে ৫৭ জনকে ৷ আইপিএল-২০২১ নিলাম সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ বিকেল ৩ টা থেকে হবে সম্প্রচার ৷

Related posts

Leave a Comment