Aussie Barty-1Others Sports 

চার্লসটন টেনিসে বিদায় অ্যাশলে বার্টির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদায় অ্যাশলে বার্টির। চার্লসটন টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর মহিলা তারকা অ্যাশলে বার্টি। তাঁকে পরাজিত করলেন স্পেনের পাউলা বাদোসা। ম্যাচের ফলাফল ছিল ৬-৪ ও ৬-৩। উল্লেখ করা যায়, দ্বিতীয় রাউন্ডে তিনি পরাজিত করেছেন ৫ নম্বর বাছাই বেলিন্দা বেনচিচকে।

Related posts

Leave a Comment