কল্পতরু উৎসবে শ্রীরামকৃষ্ণের বাণীই হোক পাথেয়
কল্পতরু উৎসব। “ঈশ্বর সব দেখেন, সব শোনেন।”এই উপদেশ মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলে থাকে। এক গভীর সত্যের পথ দেখায়। সাধারণ চোখে আমরা অনেকে মনে করে থাকি, আমাদের জীবনে চলার পথের কাজ, কথা ও ভাবনা কারও নজরে আসে না। হিংসা, অহঙ্কার ও লোভ যেন সব অদৃশ্য থেকে যায়। শ্রীরামকৃষ্ণ দৃপ্তকণ্ঠে বলতে পেরেছেন, “ঈশ্বর কেবল আকাশের দূর কোথাও নন-তিনি মানুষের হৃদয়ের গভীরে বিরাজমান।” তাকে চোখে দেখা যায় না। প্রতিটি ভাবনা ও প্রতিটি দীর্ঘশ্বাসে বিরাজমান। প্রতিটি কষ্টই অনুভব করা যায়। মানুষকে ঠকানো যেতে পারে, সমাজকে ফাঁকি দেওয়া যেতে পারে,তবে ঈশ্বরকে নয়-কারণ বাহ্যিক আচরণের…
Read More