Baishnodevi MandirOthers 

বৈষ্ণোদেবীর মন্দিরের নামে মুদ্রা প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিংহ বৈষ্ণোদেবী মন্দিরের নামে সোনা ও রূপোর মুদ্রা প্রকাশ করেছেন। প্রশাসনের মুখপাত্র সূত্রে একথা জানানো হয়েছে। উল্লেখ করা যায়, অতিমারির আবহে অনেক ভক্ত মন্দিরে যেতে পারছেন না। ভক্তদের কথা ভেবে এই মুদ্রা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর ছাড়াও দিল্লিতে এই মুদ্রা পাওয়া যাবে বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ১০ গ্রাম সোনার মুদ্রার দাম ৫৫,৮৮০ টাকা ও ৫ গ্রাম সোনার মুদ্রার দাম ২৮,১৫০ টাকা। আবার ১০ গ্রাম রূপোর মুদ্রার দাম ৭৭০ টাকা।

Related posts

Leave a Comment