দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসে ২টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচের সিরিজ হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে এই সফর বিবেচিত হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে জানা যায়, একদিনের সিরিজ দিয়ে শুরু হবে সফর। আগামী ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে এই সফর।

